ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারত সেক্টর পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

হিলি (দিনাজপুর): বাংলাদেশ-ভারতের মধ্যে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফের সেক্টর পর্যায়ে মঙ্গলবার সকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় ভারতের বকশীগঞ্জ বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত সেক্টর পর্যায়ে বৈঠকে দুই দেশের সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যাভিত্তিক আলোচনা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।



বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল কাজী শওকত জামিল ভারতের বিএসএফ-৫৭ মালদা সেক্টরের ডিআইজি অমর জিৎ সিংহকে  ফুলের তোড়া দিয়ে হিলি জিরোপয়েন্টে স্বাগত জানান এবং বকশীগঞ্জ ক্যাম্পের উদ্দেশে রওনা হন।

এ সময় সেক্টর কমান্ডারের সফর সঙ্গী ছিলেন জয়পুরহাট ৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কনেল মেহেদী হাসান, ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিকদার খন্দকার আমিরুল ইসলাম, সেক্টর জেটু অফিসার মেজর জাকির হোসেন।

এ ছাড়াও ভারতের বিএসএফ-৫৭ সেক্টরের মালদাহ ডিআইজি অমরজিৎ সিংয়ের সঙ্গে ছিলেন ডিআইজি বিএ রাওয়াত, ডিআইজি এএস জোহাল।

হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার আজাহার আলী বাংলানিউজকে জানান, বাংলাদেশ থেকে দিনাজপুর সেক্টর কমান্ডারসহ বিজিবির অফিসাররা ভারতের বকশীগঞ্জ ক্যাম্পে সৌজন্য সাক্ষাৎ ও সীমান্ত এলাকা, কাটাতারের বেড়া পরিদর্শনে গেছেন। তবে দু-দেশে বিভিন্ন সমস্যাভিত্তিক আলোচনাও হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।