ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান শাজাহান খানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান শাজাহান খানের নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান/ছবি: ফাইল ছবি

ঢাকা: পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে যানবাহন চালাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

বুধবার (০১ মার্চ) দুপুরে পরিবহন সমিতির মতিঝিল অফিসে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং এ নৌপরিবহন মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে ফাঁসি বা যাবজ্জীবন সাজা রায়ের পর থেকে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ কারণে দেশব্যাপী জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমাদের বিশ্বাস এখন থেকে সারা দেশে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এটা ধর্মঘট ছিলো না, শ্রমিকদের কর্মবিরতি ছিল। এখন থেকে এ কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকদের প্রতি যান চলাচল স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছি।

সারাদশের মানুষের ভোগান্তির দায়ভার কার? এমন প্রশ্নের জবাবে শ্রমিকে নেতা বলেন, এটা জনগণই জানে যে দায়ভার কার।

নৌ পরিবহন মন্ত্রী বলেন, বিশিষ্ট ব্যক্তিত্ব তারেক মাসুদ ও মিশুক মনির সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার রায়ের পর ঢাকার আদালত গত ২৭ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় ট্রাক চালককে ফাঁসির রায়ের সংবাদটি দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলার মালিক ও শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

তিনি বলেন, স্বাভাবিকভাবে দেশব্যাপী যানবাহন চলাচল বন্ধে হয়ে যাওয়ায় ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। আনাকাঙ্খিত পরিস্থিতির কারণ আমরা আন্তরিক ভাবে দুঃখিত। আমরা লক্ষ্য করেছি সড়ক পরিবহনের এ অচলাবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন মহল বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের জনগণের মুখোমুখি দাঁড় করানো চেষ্টা করছেন।

এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি সভাপতি মশিউর রহমান রাঁঙ্গা, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
 
এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ'র উপস্থিতিতে বৈঠক হয়।

বৈঠকের পর সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমএফআই/এসএ/এসএইচ

**আরও পড়ুন
**পরিবহন ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত

**কাদেরের সঙ্গে বৈঠকে বসছেন শাজাহান খানসহ পরিবহন মালিকরা
** গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত ১
**গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩ আটক ১০
** ছবিতে গণপরিবহন সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ
** ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চেয়ে হাইকোর্টে রিট​
** পরিবহন ধর্মঘটে দুর্ভোগে নাকাল রাজধানীবাসী​
** পরিবহন ধর্মঘট,ঝুঁকি নিয়েই পিকআপ ভ্যানে নারীরা​
** মার খেলো রোগী, রেহাই পেলো না লাশবাহী গাড়ি​
** গণপরিবহন নেই নগরীতে
** গাবতলীতে সড়কে আগুন, আইন-শৃঙ্খলা বাহিনীর ফাঁকা গুলি
** গাবতলীতে পুলিশ-পরিবহন শ্রমিক সংঘর্ষ, রেকার ভ্যানে আগুন
** পুলিশের রেকারে আগুন, সাত অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহন ভাঙচুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।