ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় পরিচয়পত্রে যৌনকর্মসহ কয়েকটি নতুন পেশা

এহেছান লেনিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
জাতীয় পরিচয়পত্রে যৌনকর্মসহ কয়েকটি নতুন পেশা

ঢাকা: যৌনকর্মসহ কয়েকটি পেশাকে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সাংবাদিক, ইমাম, পুরোহিত ও যাজকের পেশাসহ অন্তত ১০/১২টি নতুন পেশা অন্তর্ভুক্ত হচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

এর আগে প্রথমবার ইস্যু করা জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডিতে ২৫টি পেশাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার যুক্ত হচ্ছে বাড়তি এই ১০/১২টি পেশা।

এ ব্যাপারে মঙ্গলবার সাখাওয়াত হোসেন বলেন, ‘নতুন করে অন্তত ১০/১২টি পেশাকে জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে যৌনকর্মী, সাংবাদিক এবং ইমাম, পুরহিত ও যাজকের পেশাও রয়েছে। ’

এসব পেশাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এক সময় এগুলোকে পেশা হিসেবে দেখা হতো না। তবে এখন দেখা হচ্ছে।

‘ইমামতি করেও এখন অনেকে জীবিকা নির্বাহ করছেন। সুতরাং একে পেশার বাইরে রাখার কোনো কারণ নেই। ’

কমিশনার সাখাওয়াত আরও বলেন, ‘কেউ যদি যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নেন তাহলে আমরা একেও স্বীকৃতি দেব। এতে কোনো ভুল হবে না। এটি পৃথিবীর আদিমতম পেশা। আমরা সব পেশাজীবী মানুষের অধিকারকেই সম্মান করি। ’

বর্তমানে বাংলাদেশে প্রায় দুই লাখ যৌনকর্মী রয়েছেন বলে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।