ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্ত রী বাহিনী-বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহতসহ আহত হয়েছেন আরও একজন।


নিহতরা হচ্ছেন, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের তারাজল মিয়ার ছেলে ফটিক(৩০) ও পিয়ালমারী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইসমাইল হোসেন(২৫)।



চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জায়েদ হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ৮/১০ জন গরু ব্যবসায়ী শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় তারা ১৭২ মেইন পিলারের কাছে পৌঁছলে ভারতের বৈষ্ণবপুর ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা তাদের ল্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ফটিক ও ইসমাইল। আহত হন পিয়ালীমারী গ্রামের মমতাজের ছেলে এরশাদ(২৫)। আহত এরশাদসহ অন্যরা পালিয়ে আসতে সম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিএসএফ নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ ভারত ভু-খন্ডে নিয়ে যায়।


তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ ও নিহতদের লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ নিহতদের লাশ ফেরত দেয়নি।

বাংলাদেশ সময়: ২০৩৫ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।