ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

দিনাজপুর: জেলার পার্বতীপুরে চাঞ্চল্যকর মকসেদুল হত্যা মামলায় আদালত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্র বাংলানিউজটোয়ন্টিফোর.কম.বিডিকে জানায়, মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা বিশেষ দায়রা জজ রফিকুল আলমের দেওয়া রায়ে পার্বতীপুর উপজেলার জগন্নাতপুর গ্রামের শাহিনুর বাবু ও মোতালেবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে প্রকাশ, ২০০৭ সালে ১ ফেব্র“য়ারি একই উপজেলার জগন্নাতপুর গ্রামের ইউনুস আলীর পুত্র রিক্সা চালক মোকসেদুল হকের সঙ্গে তাজনগর গ্রামের কছিমউদ্দিনের কন্যা কুলসুমের বিয়ে হয়। কিন্তু বিয়ের রাতেই মকসেদুল নিখোঁজ হয় এবং ক’দিন পর তার তবিত লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউনুস আলী বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ শাহিনুর বাবু ও মোতালেবের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।