ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জবিতে ক্লাস বর্জন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জবিতে ক্লাস বর্জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: সেমিস্টারের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৫ম ব্যাচ) কয়েক হাজার  শিক্ষার্থী মঙ্গলবার থেকে কাস বর্জন শুরু করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির সময় দুই সেমিস্টারের টাকা এক সঙ্গে আদায় করা হলেও সম্প্রতি এক নোটিশে দ্বিতীয় সেমিস্টারে ভর্তির জন্য কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১ হাজার ৬৮৫ টাকা, ব্যবসায় অনুষদে ১ হাজার ৮৮৫ টাকা ও বিজ্ঞান অনুষদে ১ হাজার ৯৩৫ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।



এসব ফি প্রত্যাহারের দাবিতে ৫ম ব্যাচের শিক্ষার্থীরা সোমবার ক্যাম্পাসে মিছিল করেন। মিছিল শেষে দাবি না মানা পর্যন্ত কাস বর্জনের ঘোষণা দেন তারা।

মঙ্গলবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও কেউ কাসে ঢোকেননি।

শিক্ষার্থীদের কাসে ফেরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।