ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়া শহরে ৬ গ্রেনেড ও ৬৮২ রাউন্ড গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
বগুড়া শহরে ৬ গ্রেনেড ও ৬৮২ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়া : বগুড়া শহরের সুত্রাপুরের ঈদগাহমাঠ এলাকা থেকে ৬টি গ্রেনেডসহ ৬৮২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

থানাসূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহমাঠ লাগোয়া ডা. গাজী শফিকুল আলম চৌধুরীর বাড়িতে নির্মাণকাজে ব্যস্ত শ্রমিকরা মাটির নিচে একটি পাত্রে রাখা গ্রেনেড ও গুলিগুলো দেখতে পান।



শ্রমিকরা জানান, প্রথমে নির্মাণশ্রমিক রুবেল মাটির নিচে একটি পাতিল দেখতে পান। অন্য শ্রমিকদের সহযোগিতায় মাটির পাতিলটি তুলে ভাঙার পর গুলি ও গ্রেনেডগুলো বেড়িয়ে আসে।

এ ঘটনার পর শ্রমিকসর্দার আলেক থানা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে র‌্যাবের সহায়তায় গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার করে।

বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খালেকুজ্জামান জানান, ডা. গাজী শফিকুল আলম চৌধুরীর বাড়ি থেকে ৬ টি গ্রেনেড, ২৬২ টি ৭ পয়েন্ট ৬২ , ১৭৫ টি নাইন এম এম এবং ২৪৫ টি থ্রি নট থ্রি গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বেলা দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।