ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়ায় মঙ্গলবার সকালে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত ও ২ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।


 
পুলিশ ও প্রত্যদর্শী সুত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহসড়কের দুলাল মুন্দিয়ায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ব্যবসায়ী শাহীন হোসেনকে (২৫) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত শাহীন উপজেলার খামার মুন্দিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

দুর্ঘটনায় পিকআপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ড্রাইভার ও হেলপার আহত হয়। তাদের যশোর আড়াই শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা টায়ারে আগুন লাগিয়ে সকাল ১০ থেকে ১২ পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ে।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম ঘটনাস্থলে পৌঁছে ওই স্থানে জরুরি ভিত্তিতে গতি রোধক স্থাপনের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।