ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
গোদাগাড়ীতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী একটি বাস চাপায় বরকত-বিন-শহীদ ওরফে পরশ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুজরুক রাজরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত পরশ গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে।

সে গোদাগাড়ী মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে বলেন, বিকেলে পরশ মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। সে গোদাগাড়ী ফায়ার স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দেশ ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব ১৪-৬৯৬৫) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যান। তবে পরশের পরিবার এ বিষয়ে থানায় মামলা করতে রাজি হয়নি। পরশের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এসএস/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।