bangla news

বঙ্গমাতা ও শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০১-৩০ ২:২৪:১৬ এএম
মন্ত্রিপরিষদের বৈঠক

মন্ত্রিপরিষদের বৈঠক

ঢাকা: ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন’এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

জামালপুরে মির্জা আজমের এলাকার মেলান্দহ উপজেলায় বেসরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে অধিগ্রহণ করে নয় একর জায়গায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে।

আর ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নেত্রকোনায় স্থাপতি হবে। নেত্রকোনাবাসীদের দাবির প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। তবে এটা প্রস্তাব ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য।

এ নিয়ে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৪০।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইনের মতই এই দু’টি বিশ্ববিদ্যালয়ের জন্য আইন হবে।

 বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭/আপডেট ১৭৫২
এমআইএইচ/বিএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-01-30 02:24:16