ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় অবিরাম গল্প বলা প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় অবিরাম গল্প বলা প্রতিযোগিতা রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় গল্প বলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয় অবিরাম গল্প বলা প্রতিযোগিতা-২০১৭।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে ‘অবিরাম গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সহায়তায় প্রতিযোগিতার আয়োজক ছিল রুয়েট।

স্বাগতিক রুয়েট ছাড়াও এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেন।

প্রতিযোগিতায় রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চাইম আহমেদ রায়হান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বোর্ডের সদস্য প্রফেসর ইকবাল মতিন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ডএনএইচ এম কামরুজ্জামান সরকার, উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) সিদ্ধার্থ শংকর সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।