ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুতুববাগের ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কুতুববাগের ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শুরু বৃহস্পতিবার কুতুববাগ দরবার শরিফ

ঢাকা: রাজধানীর ফার্মগেটের কুতুববাগ দরবার শরিফের বার্ষিক ওরস ও বিশ্ব জাকের ইজতেমা’২০১৭ আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শুরু হবে। দু’দিনের ওরস শেষ হবে শুক্রবার (২৭ জানুয়ারি)।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কুতুববাগ দরবার শরিফ সংলগ্ন আনোয়ারা উদ্যোনে এ ওরস আয়োজিত হবে বলে জানান দরবারের খাদেম অ্যাডভোকেট মির্জা মাহবুব সুলতান বাচ্চু।

তিনি কুতুববাগ দরবার শরিফের মহাপবিত্র ওরস ও বিশ্ব জাকের ইজতেমার তাৎপর্য এবং সুফিবাদ অনুসরণে আত্মশুদ্ধি, দিলজিন্দা ও নামাজে হুজুরি অর্জনের আদর্শের কথা তুলে ধরেন। সুফিবাদের শান্তিময় পথ অনুসরণে বিশ্ব শান্তি ও মানবতাবাদী সমাজ গঠনের গুরুত্বও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাহাত খান, বিপ্লব ফারুকী, মাওলানা মুফতি গোলাম আম্বিয়া, আলহাজ মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী, হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
জেপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।