ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাণিজ্যমেলায় গেমিং জোনে দর্শনার্থীর ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বাণিজ্যমেলায় গেমিং জোনে দর্শনার্থীর ভিড় বাণিজ্যমেলায় গেমিং জোনে দর্শনার্থীর ভিড়। ছবি: কাশেম হারুন

আগারগাঁও বাণিজ্যমেলা থেকে: মাসব্যাপী আয়োজিত বাণিজ্যমেলায় গেমিং জোনে আগত দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লেগেই আছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেলা পড়ার সঙ্গে বাড়ছে দর্শনার্থী। 

তবে, রাইডে টাকা বেশি হওয়ায় কেউ একটিতে উঠছেন আবার অনেকে শুধুমাত্র দেখে পরিতৃপ্ত হচ্ছেন।

বাণিজ্যমেলায় গেমিং জোনে দর্শনার্থীর ভিড়মেলায় বাচ্চাদের ট্রেনে ৩০ টাকা,  ছোট রাইডে ৩০ টাকা, সাম্পানে (নৌকা) ৪০ টাকা, নাগরদোলা ৩০ টাকা, দোলনা ৩০ টাকা টিকেট মূল্য।

 এছাড়া রয়েছে নাইন ডি ভার্চ্যুয়াল রিয়েলিটি সিনেমা দেখার বিশেষ ব্যবস্থা।  

বাণিজ্যমেলায় গেমিং জোনে দর্শনার্থীর ভিড়ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের রেজোয়ান,  ইলমা, শোভন,  শ্রাবণী এসেছে বাণিজ্যমেলায়।  

রেজোয়ান বাংলানিউজকে জানান, মেলা তারা খুব উপভোগ করছি। তবে, মেলার এই পরিবেশ যদি ঢাকা শহরে তৈরি করা যায়। তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এএম/পিসি

**বাণিজ্যমেলায় কার্টুন পণ্যে মুগ্ধ শিশুরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।