ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে পাচার হওয়ার সময় কচ্ছপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, জানুয়ারি ১৫, ২০১৭
বরিশালে পাচার হওয়ার সময় কচ্ছপ উদ্ধার বরিশালে পাচার হওয়ার সময় কচ্ছপ উদ্ধার

বরিশাল: বরিশালে পাচার হওয়ার সময় প্রায় ৫০ কে‌জি ওজ‌নের একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কীর্তন‌খোলা নদীর আব্দুর রব সের‌নিয়াবাত সেতু সংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের কর্মকর্তা আনিচুর রহমান বাংলানিউজকে জানান, বরিশাল ডিসি ঘাট এলাকার একটি ট্রলার থেকে বস্তাবন্দি অস্থায় কচ্ছপটিকে উদ্ধার করা হয়।

ত‌বে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কচ্ছপটি বরিশালের কীর্তনখোলা নদীতে অবমুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে বন বিভাগের বরিশাল রেঞ্জের কর্মকর্তা তাপস কুমার বাংলানিউজকে জানান, ‌কচ্ছপটি স্পিডবোটে করে ভোলায় নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলা‌দেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএস/এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।