ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরহেদ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, জানুয়ারি ১৪, ২০১৭
মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরহেদ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বরে রিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রিমা নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারি গ্রামের আলতাব হোসেন লিটনের স্ত্রী।

রিমার দুলাভাই দুলাল হোসেন বাংলানিউজকে বলেন, ১১ জানুয়ারি (বুধবার) নোয়াখালী থেকে চিকিৎসা করানোর জন্য তার বাসায় আসেন রিমা। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পাশের রুমে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিমার দেহ ঝুলে রয়েছে।

এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে রিমা আত্মহত্যা করেছেন, তা জানাতে পারেনি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, রিমা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, জানুয়ারি ২০১৭
এজেডএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।