ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

ধুনটে সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৭, জানুয়ারি ১৪, ২০১৭
ধুনটে সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা পারিবারিক আইনের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজিউর রহমানকে (৫০) গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

গাজিউর রহমান উপজেলার খোকশাহাটা গ্রামের বাসিন্দা।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার শৈলমারি গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে নাছিমা খাতুনকে প্রায় ১০ বছর আগে বিয়ে করেন গাজিউর রহমান। বিয়ের পর বনিবনা না হওয়ায় ২০১০ সালের ২০ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে পারিবারিক আইনে মামলা করেন নাছিমা খাতুন।

ওই মামলায় ২০১২ সালের ১০ অক্টোবর গাজিউরের বিরুদ্ধে তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। এর পর থেকে গাজিউর পলাতক ছিলেন। পরে আদালত গাজিউরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।