ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জানুয়ারি ১২, ২০১৭
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আবদানী গ্রামে অভিযান চালিয়ে এক কিশোরীর (১৫) বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে আবদানী গ্রামে এক কিশোরীর গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমকে নিয়ে ম্যাজিস্ট্রেট শাহনাজ মিথুন মুন্নি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কিশোরীর মা ও দাদাকে আটক করা হয়। পরে ১৮ বছরের পর মেয়েটিকে বিয়ের দিবেন বলে মুচলেকা দিয়ে ছাড় পান তারা।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।