ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বনানী রেললাইন এলাকায় উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বনানী রেললাইন এলাকায় উচ্ছেদ অভিযান উচ্ছেদ অভিযান চলছে, ছবি: রানা

ঢাকা: বনানী রেল স্টেশন এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযান শুরু হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মঞ্জুর ই মওলা বাংলানিউজকে বলেন, বনানীর রেল স্টেশন থেকে শুরু হওয়া আজকের এ অভিযান মহাখালী রেল ক্রসিং পর্যন্ত চলবে।

অভিযানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়ীদ আনোয়ারুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসিরসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএইচকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।