ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বনানীর আবাসিক হোটেলে তরুণীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

ঢাকা: রাজধানীতে বনানীর লর্ডস ইন আবাসিক হোটেলের রুম থেকে সোমবার ভোরে এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হোটেল বয়রা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



২২ বছর বয়সী এ তরুণীর নাম সীমা আক্তার। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার বড়কান্দায়। তার বাবার নাম জয়নাল আবেদীন।

হোটেলের কর্মীরা জানায়, রোববার রাতে একজনকে সঙ্গে নিয়ে সীমা লর্ডস ইন হোটেলের ৫০৩ নম্বর রুম ভাড়া নেন। সোমবার ভোরের দিকে ওই রুমের দরজা খোলা দেখতে পেয়ে হোটেল বয় ওই রুমে গেলে তাকে অচেতন অবস্থায় দেখতে পায়।

গুলশান থানার অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’কে জানান, সকালে নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় হোটেল বয় আবু তাহের ইউসুফ এবং মো. শহীদকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।