ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা কোটা: পবিপ্রবি’র ভিসি-রেজিস্ট্রারের নামে মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

পটুয়াখালী: নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের অবজ্ঞা ও কোটা সংরণ না করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন ও রেজিস্ট্রার আকম মোস্তাফা জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে দুমকী উপজেলার মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের ছেলে মাঈনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের জমি দাতা আবদুল হালিম খান মামলাটি দায়ের করেন।



আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২ দিনের মধ্যে ভিসি ও রেজিস্ট্রারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মাঈনুল ইসলাম সাংবাদিকদের জানান, সকল যোগ্যতা ও মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পরও তাকেসহ একাধিক ব্যক্তিকে নিয়োগ পরীক্ষার কার্ড দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও কেনো মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা সংরণ করা হয়নি তা তদন্তের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০                                      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।