ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

জামালপুর-সরিষাবাড়ী রুটে রেল যোগোযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, জানুয়ারি ৮, ২০১৭
জামালপুর-সরিষাবাড়ী রুটে রেল যোগোযোগ বন্ধ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চট্টগ্রাম ৩৭ আপ ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-সরিষাবাড়ী রুটে রেল যোগোযোগ বন্ধ রয়েছে। এসময় অনন্ত ২৫ ট্রেন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাই নামক স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়।

বঙ্গবন্ধু পূর্ব রেল সেতুর স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন মারা যায়। এ ঘটনার পর সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।