ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে কৃষক খুন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের আঘাতে আহত কৃষক আব্দুর কাইয়ুম (৪০) সোমবার দুপুরে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাটের জোয়ার মাগুরউন্ডা গ্রামের কৃষক আব্দুর কাইয়ুম রোববার জমিতে সার দিতে যায়।

এসময় তুচ্ছ ঘটনা নিয়ে একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র আক্কাছ মিয়া (৩২) ও তার সহযোগীদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ট্রাক্টরের হ্যান্ডল (লোহার রড) দিয়ে কাইয়ুমকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত কাইয়ুমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে আশংকাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘কৃষক খুনের ঘটনাটি শুনেছি। চুনারুঘাটে লাশ না আসায় আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।