ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেমিক্যাল ব্যবসা স্থানান্তরের সময় বাড়ানোর অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

ঢাকা : পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসা স্থানান্তরের সময়সীমা এক মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সোমবার এক বিবৃতিতে ডিসিসিআই’র পক্ষ থেকে সরকারের কাছে এ অনুরোধ জানানো হয়।



বিবৃতিতে ডিসিসিআই’র পক্ষ থেকে রমজান মাসের কারণে কেমিক্যাল ব্যবসা স্থানান্তরের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে বলা হয়, ডিসিসিআই মনে করে পুরান ঢাকার এই কেমিক্যাল ব্যবসা অতি স্বল্প সময়ে স্থানান্তর করা বাস্তবসম্মত নয়। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থানে এ ব্যবসাকে স্থানান্তরিত করা প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি পুরাতন ঢাকার নিমতলীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর সরকার পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীদের রাসায়নিক দ্রব্যের মজুদ অন্য কোনো নিরাপদ এলাকায় স্থানান্তরের জন্য ১৭ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘন্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।