ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই মাসের জন্য ভ্রাম্যমাণ আদালত সচল রাখতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০
দুই মাসের জন্য ভ্রাম্যমাণ আদালত সচল রাখতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: আগামী দুই মাসের জন্য ভ্রাম্যমাণ আদালত সচল রাখার জন্য শিল্প, বাণিজ্য ও স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ আদালতের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ফোর্স সরবরাহ করার জন্য আইজিপি, ডিজি র‌্যাব এবং ডিএমপি পুলিশ কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে।



সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী এবং বিচারপতি শেখ জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে এবং বেআইনি মূল্য বৃদ্ধি প্রতিরোধের নির্দেশ কেন দেওয়া হবে না’ জানতে চেয়ে তিন সচিবের প্রতি তিন সপ্তাহের রুলও জারি করেছেন হাইকোর্ট।


একই সঙ্গে আদালত আইজিপিকে নির্দেশ দিয়েছেন, ভেজালকারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের নিশ্চিত করতে।

আদলত সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, ‘খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভ্রাম্যমাণ আদালত কেন সচল রাখা হবেনা’ জানতে চেয়ে হাইকোর্টে সোমবার সকালে একটি রিট পিটিশন দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

রিট পিটিশনের শুনানী শেষে আদালত এ আদেশ দেন।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩০ ঘন্টা, ১৬ জুলাই, ২০১০৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।