ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাবতলীতে সংঘর্ষে নিহত ১, আহত ৬

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বগুড়া: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর তেলিহাটা (সাহাপাড়া) এলাকায় রোববার দুপুরে হারুন অর রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে খুন করেছে প্রতিপক্ষ।

নিহত হারুন অর রশিদ উপজেলার তেলিহাটার মৃত লেদু প্রামাণিকের ছেলে।



এ ঘটনায় একই এলাকার সজল (৪০), বিউটি (৩০), নজরুল ইসলাম (৩০), সাহেরা (১৮), মান্নান (৫৫) ও হামিদসহ (৫০) ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে খোকা প্রামাণিকের ছেলে সজল এবং ফারুকের স্ত্রী বিউটিকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাবতলী থানার পরিদর্শক (প্রশাসন ও অপারেশন্স) আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসুয়া, দা, কুরাল দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হারুন অর রশিদকে হত্যা করে প্রতিপক্ষ।

তিনি জানান, লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুপুর পৌনে ২টা পর্যন্ত নিহতের লাশ ঘটনাস্থলে রাখা ছিল এবং থানায় এ বিষয়ে কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad