ঢাকা: রাজধানী গাবতলী বাস স্ট্যান্ডে রোববার দুপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালানো ও চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৫ চালককে জরিমানা করে তারা।
এদিন বেলা সাড়ে ১২ টায় দিকে ম্যাজিসট্রেট এস এম মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
ঢাকা মহানগরের পুলিশে অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ চালককে প্রথমে ১ থেকে ১৫ দিনের কারাদণ্ড দিলেও পরে সাজা পরিবর্তন করে প্রত্যেককে ৫ শ’ টাকা করে জরিমানা করে আদালত।
এ সময় বাস চালকরা একজোট হয়ে বাসস্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১