ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২ মাসের মধ্যে সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১
২ মাসের মধ্যে সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্তির নির্দেশ

ঢাকা: পাবনায় সুচিত্রা সেনের বাড়ি দখল নিয়ে গড়ে উঠা ইমাম গাজ্জালি ইনস্টিটিউটকে ২ মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে বলেছেন হাইকোর্ট।

বিচারপতি হাসান ফরিদ সিদ্দিকীর একক বেঞ্চ রোববার এ রায় দেন।



একই সঙ্গে আদালত দুই মাস পর সরকারকে বাড়িটি দখল নিতে এবং সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শুনানিতে হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ, ইমাম গাজ্জালি ইনস্টিটিউটের পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।