ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারী নির্যাতনে পরিবারের ব্যয় বছরে প্রায় ১৯ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১
নারী নির্যাতনে পরিবারের ব্যয় বছরে প্রায় ১৯ হাজার টাকা

ঢাকা: নারী নির্যাতনের কারণে একটি পরিবারের বছরে গড়ে ১৮ হাজার ৯ শ’ ১৭ টাকা খরচ হয়।

রোববার সিরডাপ মিলনায়তনে ‘নারী নির্যাতনের মূল্যনির্ধারক এবং সমাজে এর প্রভাব’ শীর্ষক এক আলোচনা সভায় এ প্রতিবেদন পেশ করে কেয়ার বাংলাদেশ।



প্রতিবেদনে বলা হয়, গ্রাম এলাকায় এ  নারী নির্যাতনের মূল্য ২ হাজার ১শ’ ৩৭ টাকা ১৪ পয়সা।

এসব খরচের মধ্যে রয়েছে- পরিবারের সদস্যদের চিকিৎসা, সালিশের খরচ, আদালতে যাওয়ার যাতায়াত খরচ, পারিবারিক আদালতের খরচ, জেলা আদালতে খরচ, খাদ্য খরচ ইত্যাদি।

নারী নির্যাতনের কারণে জাতীয় খরচের যে পরিমাণ টাকা খরচ তা জিডিপির ২ দশমিক শূন্য ৮ শতাংশ এবং সরকারের মোট খরচের ১২ দশমিক ৩৭ শতাংশ।

দেশে দু‘টি জেলার ২ হাজার পরিবারের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে কেয়ার বাংলাদেশ।

আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘নারী নির্যাতনের মূল্য নির্ধারণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে। ’

এটি নারী নির্যাতন বন্ধে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

এসএপি বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ নূরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা রাখেন বিশ্ব ব্যাংকের পরামর্শক অধ্যাপক দানিশ সিদ্দিক, কেয়ার বাংলাদেশের ড. জুলিয়া আহমেদ, নারী ও শিশু মন্ত্রণালয়ের আবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।