ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাঁথিয়ায় ৩ গাঁজা বিক্রেতার ৬ মাস করে কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় রোববার সকালে তিন গাঁজা বিক্রেতাকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার গৌরীগ্রাম মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেন (৫৫) ও শাহাদত হোসেন (৪৫) এবং গৌরীগ্রাম পশ্চিমপাড়ার ইউনুস আলী ফকির (৫০)।



সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে পুলিশ দুলালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে রোববার সকাল ১০টায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম স্বাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।