ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এম ইউ আহমেদকে কেন উন্নত চিকিৎসা নয় মর্মে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১
এম ইউ আহমেদকে কেন উন্নত চিকিৎসা নয় মর্মে হাইকোর্টের রুল

ঢাকা: আদালতে হাতাহাতির ঘটনায় গ্রেপ্তার অ্যাডভোকেট এম ইউ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ ভালো হাসপাতালে কেন ভর্তি করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি কনে।



এম ইউ আহমেদের স্ত্রী সেলিনা আহামেদের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়।

তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ এবং তাকে গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম কেন প্রকাশ করা হবে না বলে জানাতে চেয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এম ইউ আহমেদ কিভাবে অসুস্থ হলো তা কেন জানানো হবে না মর্মে তিন সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

আইজিপি, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনার, পরিচালক হৃদরোগ ইনিস্টিটিউট, পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে রুলে বিবাদী করা হয়েছে।

শুনানিতে এম ইউ আহমেদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad