ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় ৬টি মাছধরা ট্রলার ছিনতাই

হাতিয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শনিবার দুপুরের দিকে ৬টি মাছধরা ট্রলার ছিনতাই ও এর জেলেদের অপহরণ করেছে জলদস্যুরা।

রোববার সকালে মুক্তিপণের বিনিময়ে জেলেদের ছেড়ে দিলেও ট্রলারগুলো ছাড়েনি জলদস্যুরা।



ছিনতাইকৃত ট্রলাগুলের মালিক হচ্ছেন বাংলাবাজারের মারজান মিয়া, শিরাজ মাঝি, নাইম মাঝি, আবুল মাঝি এবং রহমত বাজারের সেকান্দর মাঝি ও কাজির বাজারের আলী মাঝি।

উপজেলার বাংলাবাজার এলরকার মাছ ব্যবসায়ী আলাউদ্দিন ও শাহজাহান মেম্বার বাংলানিউজকে জানান, নদীতে মাছ ধরতে গেলে জলদস্যু নিজাম ডাকাতের সদস্যরা তাণ্ডব চালিয়ে ৬টি মাছধরা ট্রলার ছিনতাই করে।

তিনি জানান, মাঝিদের ব্যাপক মারধর করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেও ট্রলার ফেরত দেওয়ার জন্য অতিরিক্ত টাকা দাবি করেছে জলদস্যুরা। ইতোমধ্যে কয়েকজন মালিক ট্রলার ফেরত পাওয়ার জন্য দস্যুদের দাবিকৃত টাকা পাঠিয়েছেন।

তবে জেলেদের একটি সূত্র দাবি করেছে, ছিনতাইকৃত ট্রলারের সংখ্যা ১৫টিরও বেশি। এগুলোর কয়েকটি রামগতি, মরপুরা ও সন্দ্বীপের।

এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লুৎফুর রহমান বাংলানিউজকে বলেন, ‘আমাদের কাছে এরকম কোনো অভিযোগ নেই। তবে নদীতে আমাদের টহল জোরদার রয়েছে। ’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্রপাল বাংলানিউজকে বলেন, ‘আমারা একটি ট্রলার ছিনতাইয়ের কথা শুনেছি। ’

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।