ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় রোববারেও বন্ধ আমদানি-রপ্তানি

আখাউড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ভারতের আগরতলা স্থলবন্দরে শ্রমিক ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনের মতো আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরেও।

তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।



আগরতলা স্থলবন্দরে শনিবার শুরু হওয়া অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট দ্বিতীয় দিন রোববারও অব্যাহত রয়েছে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বাংলানিউজকে জানান, আগরতলা স্থলবন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। কয়েক দফা আলোচনা হলেও, বন্দরে আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলোর ব্যাপারে এখনো কোনো সমাধান হয়নি।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ হোসেন আহমেদ ভূইয়া জানান, বর্জ্য তুলা, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী ও পাথরবোঝাই  প্রচুর ট্রাক ৪ দিন ধরে আখাউড়া বন্দরে আটকা পড়ে আছে। এ সময় অতিবৃষ্টির কারণে এবং খালাস করতে না পারায় এসব পণ্য নষ্ট হয়ে যাচ্ছে।

এছাড়া ট্রাকের অতিরিক্ত ভাড়াও পরিশোধ করতে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।