ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় কর্মবিরতি-মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩২, জানুয়ারি ২, ২০১৭
মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় কর্মবিরতি-মানববন্ধন চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক ডা. মুস্তাফা আল্লামা তালুকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় কর্মবিরতি-মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।

সোমবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ডা. আব্দুল হাকিম, ডা. সুবিমল শংকর সাহা, ডা. আফরোজা সরকার জলি, ডা. তৌহিদা সুলতানা মীম, ডা. মাহমুদুর রশীদ নান্নু প্রমুখ।

 

এ সময় বক্তারা ডা. মুস্তাফা আল্লামা তালুকদার পায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।