ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে নতুন বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
নোয়াখালীতে নতুন বই বিতরণ প্রাথমিক ও মাধ্যমিকের শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ

নোয়াখালীতে প্রাথমিক ও মাধ্যমিকের শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীতে প্রাথমিক ও মাধ্যমিকের শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) বই বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

দুপুরে জেলার সদর উপজেলার নুরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস।

এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ূন কবির, মো. শাহিনুল ইসলাম মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ।

এদিকে, সকালে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসবে জেলা শহর মাইজদীতে নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মো আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, কালামুন্সী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন বিএসসি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।