ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, জানুয়ারি ১, ২০১৭
ঢামেক হাসপাতালে হুইল চেয়ার বিতরণ ঢামেক হাসপাতালে হুইল চেয়ার বিতরণ/ছবি-বাংলানিউজ

ঢাকা: বিভিন্ন ব্যক্তি সংস্থার পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীদের মাঝে ১১টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢামেক প্রশাসনিক ভবনের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চেয়ারগুলো হস্তান্তর করেন সৈয়দ সাইফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন- হাসপাতালের উপ-পরিচালক খাজা আব্দুর গফুর ও হাসপাতাল সমাজ সেবার কর্মকর্তারা।

উদ্যোক্তা সাইফুল আলম বলেন, আমরা বিভিন্ন সময় রোগী নিয়ে এ হাসপাতালে এসেছি। তখন দেখেছি, হাসপাতালের ভেতরে রোগী আনা-নেওয়ার জন্য পর্যাপ্ত হুইল চেয়ার নেই।

এরপর গত ১৮ ডিসেম্বর আমরা ফেসবুকে একটি ইভেন্ট খুলে সবাইকে হাসপাতালের রোগী ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান করি। এতে ব্যাপকভাবে সাড়া পাই। আজ ১১টি হুইল চেয়ার হাসপাতালের রোগীদের সেবার জন্য দেওয়া হয়েছে।

ঢামেকের উপপরিচালক খাজা আবদুল গফুর বাংলানিউজ জানান, হুইল চেয়ারগুলোর কারণে রোগীরা উপকৃত হবেন। জরুরি বিভাগে পাঁচটি ও বিভিন্ন ওয়ার্ডে চেয়ারগুলো দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

এজেডএস/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।