ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশুলিয়ার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
আশুলিয়ার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন আশুলিয়ার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন/ছবি- আনোয়ার হোসেন রানা

ঢাকা: আশুলিয়ার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

রোববার (০১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এ মানববন্ধন করে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আবুল হোসেইন বলেন, এ দেশের পোশাক শিল্পের শ্রমিকদের ঘামেই দাঁড়িয়ে আছে এ শিল্প।

যেকোনো অফিসে কর্মরত পিয়নের চেয়েও আমাদের শ্রমিকদের মজুরি কম। তাদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে জীবন নির্বাহ করা কঠিন। আর তারা তাদের ন্যায্য মজুরির জন্য আন্দোলন করলে দেওয়া হয় মিথ্যা মামলা।

দ্রুত এসব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

অন্যদিকে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, আশুলিয়ার যেসব শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা দ্রুত প্রত্যাহার করুন। তাদের নিঃশর্ত মুক্তি দিন। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিলে এ শিল্পে ক্ষতি হবে না। বরং উপকারই হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

ইউএম/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।