ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতের স্বাধীনতা দিবস: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

দিনাজপুর: ভারতের স্বাধীনতা দিবস উপল্েয দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে রোববার সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

এ ব্যাপারে হিলি পানামা পোর্ট লিংক লিঃ-এর প্রশাসনিক কর্মকর্তা এসএম হায়দার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রোববার সারাদিন হিলি স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।



বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস কিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বরাবরে একটি পত্র দেন। ওই পত্রে উল্লেখ ছিল, ‘১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপল্েয হিলি স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে বাংলাদেশ থেকেও কোনো পণ্য আমদানি হবে না। তবে সোমবার থেকে কার্যক্রম যথারীতি চলবে। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।