ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নিপীড়ক শিক্ষকের জামিনদার হলেন ছাত্রীর মা

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

ঢাকা: ‘মাস্টার মানুষ, কান্নাকাটি করছে। বয়সও হয়েছে।

মায়া লাগলো। তাই জামিন করিয়ে নিয়ে গেলাম। তিনিও দেখুক আমরাও কিছু করতে পারি। ’

নিপীড়ক শিক্ষক আব্দুল মোতালেব মিয়ার জামিনদার হওয়ার পর নির্যাতিতা ছাত্রীর মা তাহমীনা বেগম এ কথা বলেন।  

রোববার আব্দুল মোতালেবকে আদালতে আনা হলে নির্যাতিত ছাত্রী সাদিয়া আফরিনের মা আদালতের কাছে বলেন, আসামির জামিনে তার কোনো আপত্তি নেই।

এরপর মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম কণিকা বিশ্বাস দু’ হাজার টাকার মুচলেকা নিয়ে আসামির জামিন মঞ্জুর করেন।

এজাহার থেকে জানা যায়, ডেমরার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সাদিয়াকে ৭ আগস্ট বিনা কারণে বেধড়ক পিটুনি দেন সমাজ বিজ্ঞানের সহকারী শিক মোতালেব মিয়া।

পিটুনির একপর্যায়ে সাদিয়া অজ্ঞান হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্কুলের বুয়া কহিনুর তাকে বাসায় পৌঁছে দেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলে যাত্রাবাড়ী থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
পরে যাত্রাবাড়ী থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন তাহমীনা বেগম।


বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।