ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শোক দিবসে ক্লাস নেওয়ায় ৭ শিক্ষক আটক, পরে মুক্ত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

টাঙ্গাইল: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রোববার টাঙ্গাইলের সখীপুরে সাত শিক্ষককে আটক করে পুলিশ। মাফ চেয়ে মুচলেকা দেওয়ায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।



রোববার টাঙ্গাইলের সখীপুরে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যান্ড বৃত্তি কোচিং সেন্টার খোলা রেখে রোববার ক্লাস নেওয়া হয়।

আটককৃতরা হলেন সেন্টারের প্রধান শিক্ষক আব্দুল খালেক (৬০), সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম (৩০), শহিদুল ইসলাম (৩১), সহকারী শিক্ষিকা সেলিনা আক্তার (২৭), মাজেদা (২৮), জরিনা আক্তার (২৬) এবং পরিচালক আজিজুল ইসলাম লাভলু।

সখীপুর থানার ওসি মো. মোজাম্মেল হক মামুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্কুল খোলা রেখে ক্লাস নেওয়া ও জাতীয় পতাকা পূর্ণভাবে উত্তোলন করার অভিযোগে তাদের আটক করা হয়েছিল। কিন্তু স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশ এবং মাফ চেয়ে মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সেন্টারের প্রধান শিক্ষক আ. খালেক বলেন, ‘১৫ আগস্টে কথা আমার মনে ছিল না। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।