ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বটি দিয়ে স্বামী খুনের মামলায় স্ত্রী জেল হাজতে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে বটি দিয়ে স্বামী খুনের মামলায় স্ত্রী নাছরিন রহমানকে (৪২) জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাছরিনকে জেল হাজতে আটক রাখার জন্য মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম কনিকা বিশ্বাস তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


শনিবার নাছরিনের দায়ের কোপে স্বামী আব্দুর রহমান খুন হন।


খুনের একমাত্র প্রত্যদর্শী সাক্ষী নিহতের মেয়ে স্নিগ্ধা (৭) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
মামলাটি তদন্ত করছেন খিলগাঁও থানার উপপরিদর্শক মো. নবী হোসেন।


খুনের ঘটনায় নিহতের ভাই আব্দুল মতিন নিহতের স্ত্রী নাছরিন রহমান ও নাছরিনের আগের ঘরের সন্তান নাহিদ পারভেজকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আব্দুল মতিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘খুনের পর নাছরিনই নাহিদকে পালিয়ে যেতে সাহায্য করে। গুরুতর জখম অবস্থায় আব্দুর রহমান বাচাঁও বাচাঁও বলে চিৎকার করলেও তারা তাকে হাসপাতালে নেয়নি। পরে বাড়িওয়ালা শাহাদাৎ হোসেন তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করান। পরে অবস্থা আরও খারাপ হলে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। ’


বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।