ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে জাহাজ ভাঙার সময় বিস্ফোরণে ঝলসে গেছে ৭ শ্রমিকের শরীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০
চট্টগ্রামে জাহাজ ভাঙার সময় বিস্ফোরণে ঝলসে গেছে ৭ শ্রমিকের শরীর

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলবর্তী মাদামবিবির হাট এলাকায় শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে আগুনে ঝলসে গেছে সাত শ্রমিকের শরীর।

রোববার বেলা দেড়টার সময় ওই বিস্ফোরণ ঘটে।

অগ্নিদগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেডএন এন্টারপ্রাইজ নামের ওই ইয়ার্ডের মালিক শিল্পপতি শওকত আলী।

অগ্নিদগ্ধরা হলেনÑ সাইফুল (২২), নওয়াব আলী (২৭), রনি (২৪), রাজ্জাক (৪০), শহিদুর রহমান (২৪), মিলন মণ্ডল (২৫) ও বেলাল (২৪)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আশীষ বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুরনো জাহাজ কাটার সময় বিস্ফোরণে ৭ শ্রমিকের শরীর ঝলসে গেছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad