ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

কুমিল্লা: কুমিল্লার কাজীপাড়া এলাকা থেকে  ৩০ লাখ ৭৪ হাজার ৫ শ’ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিডিআর।

বিডিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের হাবিলদার নূরুল আলমের নেতৃত্বে একটি টহল দল রোববার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা সদর উপজেলার কাজীপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫৫৯টি উন্নত মানের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ৩০ লাখ ৭৪ হাজার ৫ শ’ টাকা।

উদ্ধারকৃত ভারতীয় শাড়ি কুমিল্লা কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।

৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ফখরুদ্দিন আহমেদ জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।