ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংসদ শাওনের পিস্তল জব্দ করা নিয়ে পুলিশের নাটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

ঢাকা: অবশেষে আওয়ামী লীগকর্মী ইব্রাহিম আহমেদের হত্যাকাণ্ডে ব্যবহৃত সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের পিস্তলটি জব্দ করার কথা স্বীকার করেছেন শেরেবাংলানগর থানার ওসি রিয়াজ হোসেন।

পিস্তলটি জব্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে শনিবার রাত ৮টার দিকে বংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছিলেন ওই ওসি।

কিন্তু রাত ১০টা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করতে পারেনি থানার একাধিক সূত্র।
 
এদিকে, রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আজিমুদ্দিন বংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সাংসদের পিস্তলটি শুক্রবার রাতেই জাতীয় সংসদ ভবনের সামনে থাকা তার জিপ থেকে জব্দ করা হয়। ’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওসি রিয়াজ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন, ‘শনিবার পিস্তলটি জব্দ করা হয়েছে। ’

পরে পিস্তল জব্দ করা বিষয়ে তদন্ত কর্মকর্তার উদ্ধৃতি দিলে ওসি দশ মিনিট পরে ফোন করতে বলে ফোন রেখে দেন।

পরবর্তী সময়ে তিনি বলেন, ‘১৮ রাউন্ড গুলি ও ১টি কার্তুজসহ পিস্তলটি শুক্রবার রাত পৌনে বারোটার দিকে জব্দ করা হয়েছে। ’

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সংসদ ভবন এলাকায় সাংসদ শাওনের পিস্তলের গুলিতে নিহত হন সেগুনবাগিচার আওয়ামী লীগ নেতা ও আগামী সিটি করপোরেশন নির্বাচনে ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থী ইব্রাহিম আহমেদ।


বাংলাদেশের স্থানীয় সময় : ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।