ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

শেরপুর: শেরপুর জেলা সদরে বৃহস্পতিবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকারের এ রায় প্রদান করেন।



অভিযানকালে শেরপুর বিসিক শিল্পনগরীর চারটি মুড়ি কারখানাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ৫০ হাজার টাকা আদায় করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- কুসুমহাটি এলাকার সেমাই কারখানা আশিক ফুড প্রোডাক্ট ১০ হাজার টাকা, বিসিক শিল্পনগরীর গামা মুড়ি কারখানা ১০ হাজার টাকা, আনন্দ সুপার মুড়ি ফ্যাক্টরি ১০ হাজার টাকা, মেসার্স লোকনাথ ফুড প্রোডাক্ট ১০ হাজার টাকা ও রহমান মুড়ি ফ্যাক্টরি ১০ হাজার টাকা।

শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার বাংলানিউজকে জানান, বিএসটিইর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে এবং ভেজাল মিশ্রিত করে সেমাই ও মুড়ি উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।