ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানি বেড়েছে পদ্মা, কংস, সাঙ্গুর; কমেছে ব্রহ্মপুত্রের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১
পানি বেড়েছে পদ্মা, কংস, সাঙ্গুর; কমেছে ব্রহ্মপুত্রের

ঢাকা: দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমেছে।



বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে পদ্মা নদীর পানি মুন্সীগঞ্জের ভাগ্যকূলে বিপদসীমার ৩৮ সেমি এবং গোয়ালন্দে বিপদসীমার ১৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৬টায় নেত্রকোনার জারিয়াজাঞ্জাইলে কংস নদীর পানি বিপদসীমার ৭৩ সেমি ওপর দিয়ে এবং ঝিকরগাছায় কপোতাক্ষ নদের পানি ৪৯ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও চট্টগ্রামের দোহাজারিতে সাঙ্গু নদীর পানি বিপদসীমার ৭৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬টা পর্যন্ত সময়ে দেশের ৭৩টি নদ-নদীর মধ্যে ৪৭টির পানি বৃদ্ধি পেয়েছে এবং ২২টি নদ-নদীর পানি কমেছে।

এসব নদ-নদীর মধ্যে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৭টির পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।