ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কোম্পানিবিহীন নিবন্ধন না হওয়ার পরামর্শ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

ঢাকা: মালয়েশিয়া সরকারের বৈধকরণ কর্মসূচিতে সেদেশে কর্মরত অবৈধ বাংলাদেশী শ্রমিকদের স্বেচ্ছায় বা অন্যের প্ররোচণায় কোম্পানিবিহীনভাবে নাম নিবন্ধন না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।



এতে বলা হয়, ‘কোম্পানি বিহীন নিবন্ধিত হলে ভবিষ্যতে কোন সমস্যা সৃষ্টি হলে বা পর্যাপ্ত কাজের সুযোগ না থাকলে পরে তারা দেশে ফেরত আসতে বাধ্য হবেন। ’  

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশনের শ্রম বিভাগের ফোন নম্বর হলো ০০৬-০৩-২১৪১৯৫২৮, ২১৪১৭৭২০, ২১৪৮৭৯৪০।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।