ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মংলাতে ‘বন্দর থানা’ স্থাপনের প্রস্তাব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

খুলনা: খুলনার মংলায় ‘বন্দর থানা’ নামে একটি পৃথক থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা নগর ভবনে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এ উপলক্ষে গঠিত কমিটির আহবায়ক কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য খুলনা বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার, বাগেরহাট জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, সদস্য সচিব বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) হাওলাদার জাকির হোসেন ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ।

গত ১৫ মে মংলা বন্দর উপদেষ্টা কমিটির এক সভা নৌ-পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দাকোপ থানার কিছু অংশ অন্তর্ভূক্ত করে মংলাতে ‘বন্দর থানা’ নামে একটি পৃথক থানা স্থাপনের প্রস্তাব করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন ৩০ কার্যদিবসের মধ্যে উপদেষ্টা কমিটির সভাপতি বরাবর দাখিলের জন্য কেসিসি মেয়রকে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ