ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, সড়ক অবরোধ

ঢাকা দক্ষিণ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুরগঞ্জ নামক স্থানে বৃহস্পতিবার বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ায় উত্তেজিত জনতা একটি বাসটি ভাংচুর করেছে। এসময় তারা রাস্তায় গাছ ফেলে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহসড়কের অবরোধ করে রাখে।

এতে ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় ঢাকা থেকে নবাবগঞ্জ সার্ভিস বাংলালিংক পরিবহনের বাস (নারায়নগঞ্জ-জ-০৪০০০৬) শুরগঞ্জ নামক স্থানে পথচারী হাজী মো. ফরহাদ হোসেনকে (৬০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় উত্তেজিত জনতা নবাবগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে বাসটিকে আটক করে ভাংচুর করে। পরে এলাকাবাসী শুরগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা-নবাবগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ ও অগ্নিসংযোগ করে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুই ঘণ্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।