ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে যুবক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

চট্টগ্রাম: নোয়াখালী জেলার সেনবাগ থানার কুতুবের হাট এলাকায় এক যুবককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরও ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।



বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত এ আসামির নাম আনোয়ার হোসেন মিলন।

খালাসপ্রাপ্তরা হলেন, বেল্লাল, আব্দুল করিম, রফিকউল্লাহ, মফিজুর রহমান, কামালউদ্দিন, জামালউদ্দিন, সুমন, সাহাবুদ্দিন, নিজাম উদ্দিন এবং শহীদুল ইসলাম বাচ্চু।

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো.আইয়ূব খান বাংলানিউজকে বলেন, ‘হত্যা মামলার মূল আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ফৌজদারি দ-বিধির ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দিয়েছেন আদালত। ’

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৬ মে নোয়াখালীর সেনবাগ থানার কুতুবের হাট এলাকায় দুপুর দেড়টার সময় পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ার হোসেন ও তার সহযোগী সন্ত্রাসীরা জামালউদ্দিন নামে স্থানীয় এক যুবককে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের চাচা আবুল কালাম ভূঁইয়া বাদী হয়ে ওইদিন ১৩ জনকে আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার দু’জন আসামি মারা যান।

২০০৩ সালের ৮ এপ্রিল বাকি ১১ জনকে আসামি করে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার চার্জ গঠন করা হয়।

১৭ জন আসামির সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১০ বছর পর বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন লিমনসহ ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪ জন আসামি পলাতক আছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad