ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানিবন্দি মানুষের জন্য সরকারের সহায়তা- সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

সাতক্ষীরা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. আফম রুহুল হক এক সপ্তাহের মধ্যে পানি অপসারণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

নির্দেশ দেওয়ার পর পানিবন্দি মানুষদের উদ্দেশে তিনি বলেন, ‘কপোতাক্ষ ও বেতনা তীরে তালা ও কলারোয়ার পানিবন্দি মানুষের জন্য সরকার সব ধরনের সহায়তা দিতে শুরু করেছে।

আগামীতে এ ধরনের অবস্থা রোধে নদী খননের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। ’

মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পানি নিষ্কাশন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভারতীয় জলাধার থেকে পানি যাতে বাংলাদেশে আঘাত করতে না পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ’

তিনি এ সময় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের কাছে জানতে চান, ‘৫ কোটি টাকার কাজ করেছেন। অথচ নদী খননের মাটিগুলো গেল কোথায়?’

তিনি প্রশ্ন রেখে আরও বলেন, ‘সøুইসগেটগুলি বন্ধ হলে অথবা পানি নিষ্কাশন সমস্যা দেখা দিলে কেন তা সরকারকে জানানো হয় না?’

এ প্রসঙ্গে তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ’  

জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান এমপি, এমএ জব্বার এমপি, মীর মোশতাক আহমেদ রবি, মনছুর আহমেদ, মো. নজরুল ইসলাম, বিএম নজরুল ইসলাম, এবিএম মোস্তাকিম, গোলাম মোস্তফা, ঘোষ সনৎ কুমার ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

দুর্যোগ মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, ‘তাদেরকে (পানিবন্দি এলাকাবাসী) সকল প্রকার ত্রাণ সাহায্য দেওয়া হবে। ’

মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

সভার আগে ও পরে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২,আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ